DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

BE A DONOR

 

কেন রক্তদান করবেন?

১. প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কি হতে পারে !
২. হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনে/বিপদে অন্য কেউ এগিয়ে আসবে।
৩. নিয়মিত রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে বলে হৃদপিন্ড বিশেজ্ঞরা মনে করেন।
৪. স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার শরীর রক্তবাহিত মারাত্মক রোগ যেমন-হেপাটাইটিস-বি, এইডস, সিফিলিস ইত্যাদির জীবাণু বহন করছে কিনা।
৫. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বেড়ে যায়।
৬. নিজের মাঝে একধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন । "আমাদের ছোট পরিসরের এই জীবনে কিছু একটা করলাম" এই অনুভুতি আপনার মনে জাগ্রত হবে এই ব্যাপারে নিশ্চিত করছি :)

রক্ত দিন, জীবন বাঁচান :)

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে নিচে আপনার রক্ত গ্রুপে ক্লিক করুন।

  • A+
  • A-

  • B+
  • B-

  • alt=
  • AB-

  • O+
  • O-

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 80 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন