DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

Be Aware

রক্তদান নিয়ে কিছু ফ্রড রোগীর নম্বরে কল দিয়ে বিকাশের মাধ্যমে রোগী থেকে টাকা নিচ্ছে...

১) "আমাকে এত টাকা বিকাশ করেন, তাহলে রক্তদান করবো..."
২) "আমাকে সিএনজি ভাড়া বিকাশ করুন, তাহলে সিএনজি তে করে হাসপাতালে এসে রক্তদান করবো"
৩) কেউ কেউ হাসপাতালে এসে রোগীর কাছ থেকে সিএনজি ভাড়া নিয়ে বলে ড্রাইভারকে টাকা দিয়ে আসি... তারপর আর খোঁজ পাওয়া যায় না...

রোগীরা অনেক অসহায় থাকে, তাই রক্ত পাবার আশায় এইসব ফাঁদে পা দিচ্ছে... বার বার সাবধান করে দেয়ার পরেও এমন হচ্ছে...

এমন অনেক ফ্রডের নম্বর আমরা সংগ্রহ করে রেখেছি... বেশির ভাগ সময় নম্বরগুলো বন্ধ থাকে, যখন রোগীর সাথে কথা বলে এবং টাকা বিকাশ করা হয়, তখন মোবাইল খোলে...  দিন দিন এমন ফ্রডের সংখ্যা বাড়ছে... এর একটা সল্যুশন দরকার... আমি র‍্যাবকে ইনফরম করেছি, কিন্তু তেমন সাহায্য পাচ্ছি না ...

এমন একজন ফ্রডকে ধরতে পারলে এমন ব্যবস্থা নিতাম যেন আর কোন ফ্রড এমন করার সাহস না পায়... আপনাদের সাহায্য দরকার ...

রোগীদের সাবধান করুন, বিকাশে টাকা চাইলে যেন কখনো বিকাশ করা না হয়...

ফ্রডগুলোর নম্বর আপনাদের জানিয়ে দিচ্ছি
01864800461 (প্রধান ফ্রড)
01626208305 (প্রধান ফ্রড)
01850509353 (প্রধান ফ্রড)
01711578736
01689107158
01772831612
01857555990
01741947947
01626208305
01794927322
01726908789
01772831612

আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি...

------------

#রক্তদান_হোক_সেচ্ছায়_বিনামূল্যে_এবং_নিরাপদ

রক্তদানে যেতে হলে আগে রোগীর আত্মীয়ের সাথে কথা বলে নিবেন... হাসপাতালের নাম, কেবিন/ওয়ার্ড নম্বর জেনে নিয়ে সরাসরি সেই কেবিন/ওয়ার্ডে চলে যাবেন... হাসপাতাল/ক্লিনিক ছাড়া অন্য কোথাও রক্ত আবেদনকারী (মোবাইল নম্বরে যে ব্যাক্তির সাথে আপনি যোগাযোগ করছেন) এর সাথে দেখা করবেন না... হাসপাতালের পাশের গলি, কিংবা কোনও দোকানে দেখা করতে বললেও যাবেন না... রোগীর বাসায় হলেও না...

কেবিন/ওয়ার্ড নম্বর জেনে নিবেন, সরাসরি কেবিন/ওয়ার্ডে চলে যাবেন... রোগী দেখে নিবেন...
তারপর রক্তদান... রোগী এবং রোগীর আত্মীয়কে জানিয়ে দিবেন যে আপনি বিনামূল্যে রক্তদান করছেন... এতে হাসপাতাল কর্তৃপক্ষ বা তৃতীয় কোনো পক্ষ দুর্নীতি করার সুযোগ পাবে না...


(সবাই সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করে দিন... কোন রকম অপ্রীতিকর ঘটনার জন্য www.DonateBloodBD.com কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকবে না।)

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 79 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন