DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

সকল রক্তযোদ্ধাদের স্যালুট...

  • নিজের মূল্যবান সময়
  • যাতায়াতের কষ্ট
  • যাতায়াত খরচ
  • মোবাইলের খরচ
  • সূচ ফোটানোর ব্যাথা
  • নিজের শরীরের মহামূল্যবান ১ ব্যাগ রক্ত

উপরের সবকিছু ত্যাগ স্বীকার করে একজন রক্তদাতা রক্তদান করেন একজন মুমূর্ষু রোগীকে। বিনিময়ে কিছু পাবার আশায় নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। :)

হয়তো সকালে অফিসে যাবার পূর্বে, কিংবা দুপুরে লাঞ্চ আওয়ারে খাওয়া বাদ দিয়ে, অথবা সারাদিন অফিস করে ক্লান্ত দেহে, অথবা অফিসে 'বস'কে হাজারো অজুহাত দেখিয়ে রক্তদাতা ঠিকই কিন্তু পৌঁছে যাচ্ছেন হাসপাতালে রক্তদান করতে।  :)

হয়তো বাসার জরুরী কাজ বাদ দিয়ে, বিকাল বেলার ক্রিকেট খেলা বাদ দিয়ে, কিংবা বাসার কোন পার্টি বাদ দিয়ে, বন্ধুদের আড্ডা ফেলে রক্তদাতা ঠিকই কিন্তু পৌঁছে যাচ্ছেন হাসপাতালে রক্তদান করতে।  :)

হয়তো ইউনিভার্সিটির জরুরী কোন ক্লাস বাদ দিয়ে কিংবা, পরীক্ষার আগের রাতের পড়া ফেলে রেখে অথবা পরীক্ষার পরে ক্লান্ত দেহে রক্তদাতা ঠিকই কিন্তু পৌঁছে যাচ্ছেন হাসপাতালে রক্তদান করতে। :)

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" - হ্যাঁ, মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই রক্তদাতারা।

পৃথিবীর সকল রক্তদাতাদের আমি আমার মনে গভীর থেকে জানাচ্ছি "স্যালুট"।

- sHuvo WhtЄvR

 

Click on the images for larger view

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 70 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন