সন্তানকে রক্তদানে উৎসাহিত করুন...
By sHuvo WhtЄvR
দৃশ্যপট একঃ
মুমূর্ষু রোগী... রক্ত বমি করছেন গতরাত থেকে...দুর্লভ রক্ত "বি নেগেটিভ"... রক্ত বমি থামছে না...যত তাড়াতাড়ি সম্ভব রক্তের দরকার...
দৃশ্যপট দুইঃ
দুর্লভ "বি নেগেটিভ" রক্তবহনকারী রক্তদাতাকে বোঝানো হল রোগীর শারীরিক অবস্থা। রক্তদাতা রাজিও হলেন... রক্তদাতার মা জানতে পারলেন ছেলে রক্তদানে যাবে... মা কান্না শুরু করলেন... কোনভাবেই ছেলেকে রক্তদানে পাঠাবেন না... মা'কে বোঝানো হল রোগীর শারীরিক অবস্থা...রক্ত না পেলে এই রোগী হয়তো মারা যাবেন...কিন্তু মা বুঝতে নারাজ... ছেলে রক্তদানে এলেন না...
আমি জানতে চাই...
১৯৭১ সালে যদি মায়েরা তাঁর ছেলেদের মুক্তিযুদ্ধে না পাঠাতেন তাহলে কি আমরা এই স্বাধীন দেশ পেতাম? কিংবা বৃহৎ স্বার্থে যদি ছেলেরা ঘর ছেড়ে যুদ্ধে ঝাপিয়ে না পরতো তাহলে কি আর উচ্চ গলায় এখন গাইতে পারতাম "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"?
মা, বৃহৎ স্বার্থে ছেলেকে যুদ্ধে যেতে দাও...রক্তবমিতে মৃতপ্রায় মানুষকে বাঁচাতে দাও...
=================
নোটঃ এই রোগীর জন্য অন্য রক্তদাতা খুঁজে পেয়েছিলাম। রোগী ভাল আছেন এখন। কিন্তু কথা হল, রক্তদানে মায়েদের উচিত সন্তানদের উৎসাহিত করা। সন্তান যদি শারীরিক ভাবে রক্তদানের যোগ্য হয়, তাহলে কেন একজন মানুষের জীবন বাঁচাতে ছেলেকে বাঁধা দিবেন? রক্তদানে ভয়ের কিছু নেই।
===========
নোটঃ উপরের পোস্টটি দিয়েছিলাম ৩/৪ মাস আগে... আর এখন লেটেস্ট আপডেট হল, এই ছেলেটি গত মে মাসে রক্তদান করেছে... এবং এখন থেকে নিয়মিত রক্তদানে বদ্ধ পরিকর :)
পরিবর্তন এসেছে, আরো আসবে :)