সকলের দৃষ্টি আকর্ষণ করছি...
দেড় বছর আগের ফেইসবুক, আর আজকের ফেইসবুকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য... এখন ফেইসবুক বাংলাদেশের রক্তের সমস্যা সমাধানের এক বড় মাধ্যম হয়েছে... মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে, ভয় দূর হয়েছে...
১ ব্যাগ রক্তের প্রয়োজনে ২ জন রক্তদাতা রাজি, তাই টস করে একজনকে পাঠিয়েছি... অন্যজন নারাজ :P এমনও হয়েছে...
স্বেচ্ছায় রক্তদানে রক্তদাতার ইচ্ছা শক্তি এখন প্রবল...
কিন্তু এর পাশাপাশি আমাদের অন্য দিকে দৃষ্টি দিতে হবে এখন ...
একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করছেন, বিনামূল্যে রক্তদান করছেন... এই রক্ত যা কৃত্রিমভাবে প্রস্তুত করা যায় না, তা আমরা রোগীকে দিচ্ছি ফ্রী বা বিনামূল্যে... কিন্তু রক্তদাতার এই রক্ত ক্রস ম্যাচিং এবং বিভিন্ন পরীক্ষার জন্য হাসপাতাল/ক্লিনিক থেকে যে ফী রাখা হয়, সেটা কতটা ‘মানবতা’ বহন করে?
পয়েন্ট একঃ
----------------
একেক হাসপাতালে এই ফী একেক রকম... কোনো হাসপাতালে ক্রস ম্যাচিং এবং টেস্টের জন্য নেয়া হয় ৭০০ টাকা, এবং কোন কোন হাসপাতালে সেটা ৫০০০ টাকাও ছাড়িয়ে যায়... একই পরীক্ষাগুলো করা হচ্ছে এই হাসপাতালগুলোতে, তাহলে টাকা চার্জের পরিমানের এত তারতম্য হচ্ছে কেন? একই পরীক্ষা করার জন্য সব হাসপাতালের কাঁচামাল খরচ তো একই হবার কথা, একই না হলেও কাছাকাছি তো হবার কথা... তাই না?
তাছাড়া দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় এই ফী এর পরিমান বিভিন্ন... ঢাকায় এক রকম, চট্টগ্রামে এক রকম, কুমিল্লায় এক রকম, সিলেটে এক রকম, খুলনায় আরেক রকম... এই তারতম্যের ব্যাপারটাও বোধগম্য নয়...
পয়েন্ট দুইঃ
----------------
একজন রোগীকে এক ব্যাগ রক্তের জন্য গড়ে ধরে নিলাম ১০০০ টাকা খরচ হল, হাসপাতালে বেড খরচ আরো কমপক্ষে ১০০০ টাকা... এই এক ব্যাগ রক্তের জন্যই যদি একজন রোগীর ২০০০ টাকা খরচ হয়ে যায় (যেখানে একজন রক্তদাতা বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করে গেলেন), তাহলে একজন গরীব রোগী কিভাবে বাঁচবে? যে রোগীর প্রতি মাসে মাসে রক্ত লাগছে, কখনো ১ ব্যাগ, কখনোবা ৫ ব্যাগ... কেবল গরীব রোগী কেন, এক মধ্যবিত্ত পরিবারের পক্ষেও এটা বহন করা অনেকটা অসম্ভব...
পয়েন্ট তিনঃ
----------------
রক্ত গ্রহনের এই ফী টা আরো কমিয়ে আনা জরুরী... আমি এমনও দেখেছি, একজন রোগীর ৫ ব্যাগ রক্তের দরকার, কিন্তু এই ৫ ব্যাগ গ্রহন করতে যে চার্জ তার ব্যয় বহন করা সম্ভব হয় না... তখন ২ ব্যাগ বা ৩ ব্যাগ রক্ত নিয়েই কোন রকমে অসুস্থ শরীর নিয়েই সময় পার করেন...
কতটা দুঃখজনক...
পয়েন্ট চারঃ
----------------
রোগী মৃত্যুসজ্জায় থাকলেও এই ‘ফী’ কখনো ‘ফ্রী’ হয় না...
------------------------------------------------
হাসপাতাল/ ক্লিনিক/ ব্লাড ব্যাংক এই সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সুনজর খুব প্রয়োজন... একজন রক্তদাতা যদি হাজারো ত্যাগ স্বীকার করে নিজের শরীরের মহামূল্যবান রক্ত নিঃস্বার্থভাবে দান করতে পারে, তাহলে আপনারা কেন একটু সুলভ মূল্যে এই মুমূর্ষু রোগীর পাশে থাকতে পারবেন না? লাভ না হয় একটু কমই হল... মানুষের পাশেই তো থাকা হল...
Facebook Link 1 |
Facebook Link 2 |
Facebook Link 3